শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইবির প্রক্টরকে অপসারণ, নতুন প্রক্টর নিয়োগ

|

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্দোলনের মুখে ড. মাহবুবর রহমানকে অব্যাহতি দিয়ে ছাত্র উপদেষ্টা ড.পরেশ চন্দ্র বর্মণকে প্রক্টরের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে সভা-সমাবেশ নিষিদ্ধের একদিন পর কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমানের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা।

রোববার দুপুর ২ টা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট বন্ধ করে বিক্ষোভ করছে তারা।

তাদের দাবি তৃতীয়বার একই পদে একই ব্যক্তিকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়ায় তার অপসারণ দাবি করছেন ছাত্রলীগের ওই অংশ। একই সাথে বিভিন্ন সময় প্রক্টরের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ যেসব অভিযোগ উঠেছে তারও তদন্ত করে শাস্তি দাবি করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply