মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগম

|

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগম।

আজ সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও নতুন সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন, সাবেক সচিব ড. কামাল উদ্দিন, সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট তৌফিকা আফতাব, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিট রোয়াজা, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম ও সাবেক সচিব ড. নমিতা হালদার। সেখানে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও অবৈতনিক সদস্যদের নিয়োগদান করেছেন।

আজ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply