বশেমুরবিপ্রবি-তে ভিসির পদত্যাগের দাবীতে তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা

|

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের এক দফা দাবীতে আন্দোলন তৃতীয় দিনের মতো অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলন আজ শনিবার অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ আন্দোলন চালিয়ে যাচ্ছে।

গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করলে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয়। কিন্তু সে আন্দোলন এখন এক দফায় অর্থাৎ ভিসির পদত্যাগ দাবীতে গত দিনদিন এক নাগাড়ে তৃতীয় দিনে গড়ালো।

ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচী চালিয়ে যাবার ঘোষনা দেয় শিক্ষার্থীরা। গত দুই রাত সেখানে অবস্থান করে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাদের কর্মসূচী এখনো চালিয়ে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply