যুবলীগ নেতা খালেদকে জিজ্ঞাসাবাদ

|

ডিবি কার্যলায়ে অস্ত্র ও মাদকের আলাদা দুই মামলায় যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল অস্ত্র মামলায় চার দিন ও মাদক মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ডিবি সূত্রে জানা যায়, ক্যাসিনো ব্যবসার সাথে কারা কারা জড়িত ছিল সে বিষয়ে তথ্য নেয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাসিনোর অর্থ কোথায় যেতো সে বিষয়ে খালেদ বেশ কিছু তথ্য দিয়েছে বলেও জানা গেছে। এর আগে বুধবার অবৈধ ক্যাসিনো বাণিজ্যের অভিযোগে গুলশান থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। গুলশান থানায় দায়ের করা অস্ত্র ও মাদক মামলায় ২৭ নম্বর আদালতে হাজির করা হয় তাকে। আদালতে তোলার আগে দুপুরে আটক খালেদ মাহমুদকে গুলশান থানায় হস্তান্তর করে র‍্যাব-৩-এর সদস্যরা। সেখানেই তার বিরুদ্ধে মামলার দায়ের করা হয়। অস্ত্র ও মাদক মামলা ছাড়াও তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলাও তদন্ত করবে সিআইডি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply