ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে সাড়ে ১১টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে ৮৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৭৯৫ আসনের বিপরীতে ৮৮ হাজার ৯৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। প্রতিটি আসনের জন্য লড়ছেন ৪৯ জন।

এদিকে, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড আখতারুজ্জামান জানিয়েছেন, এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে। সকল ধরণের অসাধু চক্রের মুল উৎপাটনে কাজ করছে প্রশাসন। শিক্ষার্থীরা যেনো জালিয়াত চক্রের ফাঁদে না পড়েন সেদিকে অভিভাবকদের খেয়াল রাখার আহ্বান জানান উপাচার্য ড. আখতারুজ্জামান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply