এবার মোদীর জন্য আকাশসীমা নিষিদ্ধ করলো পাকিস্তান

|

এবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল পাকিস্তান।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এ কথা জানান। খবর ভারতীয় গণমাধ্যমের।

আগামী আগামী ২০ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের জন্য পাকিস্তান কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল ভারতীয় কর্তৃপক্ষ। কিন্তু কাশ্মিরে ভারতীয় বর্বরতার দোহাই দিয়ে এর প্রতিবাদ স্বরুপ তা প্রত্যাখ্যান করে ইসলামাবাদ।

এরফলে এখন দিল্লি থেকে ফ্লাঙ্কফুট হয়ে ওয়াশিংটন পৌছতে হবে মোদিকে বহনকারী বিমানটিকে। এতে যাত্রাপথে ৪৫ থেকে ৫০ মিনিট বেড়ে যেতে পারে।

এর আগে, ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ইওরোপ সফরের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হলেও তা দিতে অস্বীকার করেছিল পাকিস্তান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply