ঢাকা দক্ষিণের যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক

|

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালিদ ভূইয়াকে আটক করেছে র‍্যাব।
জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা দাবির অভিযোগ ওঠার পর ছাত্রলীগের শীর্ষ দুই নেতা শোভন ও রাব্বানীর পদচ্যুতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের কিছু নেতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এরপরই খালেদ মাহমুদকে আটকের ঘটনা ঘটলো।

আজ বিকালে একই সময়ে খালেদ মাহমুদ ভূঁইয়ার গুলশানের বাসা ও ফকিরাপুলে তার মালিকানাধীন একটি ক্যাসিনোতে অভিযান শুরু করে র‍্যাব।

‘ফকিরাপুল ইয়াংম্যান্স ক্লাব’ নামের ওই ক্যাসিনো (জুয়ার আসর) থেকে অন্তত ১৪২ জনকে আটক করা হয়েছে। একই সাথে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ টাকা ও জুয়া সামগ্রী।

মতিঝিলে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সারোয়ার আলম এর নেতৃত্বে অভিযান শুরু করে র‍্যাব-৩।

এদিকে রাজধানীর গুলশানে সন্ধ্যার কিছু আগে থেকে খালেদ মাহমুদের বাসা ঘিরে রাখে র‍্যাব। নিরাপত্তা সংস্থা বেশ কিছু সংখ্যক সদস্য আজ সন্ধ্যায় তার বাসার চারদিকে অবস্থান নেন। এরপর তাকে আটক করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply