আলাবামায় রিপাবলিকানদের হার; ট্রাম্পের জন্য বড় ধাক্কা

|

২৫ বছরে প্রথমবারের মতো আলাবামার সিনেট পদ হারালো রিপাবলিকানরা। রাজ্যটির সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রয় মুর’কে পরাজিত করেন ডেমোক্র্যাট প্রার্থী ডগ জোনস।

৬৩ বছর বয়সী সাবেক প্রসিকিউটর জোনসের জয়ে মার্কিন সিনেটে আরো একধাপ কমালো ডেমোক্র্যাট-রিপাবলিকানের ব্যবধান। যুক্তরাষ্ট্রে অ্যার্টনি জেনারেল হিসেবে জেফ সেশন্সের দায়িত্ব গ্রহণের পরই শুন্য হয় পদটি। নির্বাচনে অবশ্য শুরু থেকেই চাপের মুখে ছিলেন রিপাবলিকান প্রার্থী আলাবামা সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মুর। নারী ও শিশুদের যৌন হয়রানির অভিযোগ উঠলেও, বরাবরই তা অস্বীকার করে আসছিলেন তিনি। সিনেটে রিপাবলিকানদের আসন কমে যাওয়ায় ভবিষ্যতে যে কোন আইন পাসে বড় ধরণের বাধার মুখে পড়তে হবে ট্রাম্প প্রশাসনকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিপাবলিকান প্রার্থীর পরাজয়ের পর অবশ্য জোনসকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply