মা-ছেলে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

|

পারিবারিক কলহের জেরে রাজশাহীর বাগমারায় আলোচিত মা-ছেলে হত্যা মামলার রায়ে তিন জনের ফাঁসি এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বেলা সাড়ে ১১টায় রাজশাহী দ্রুতবিচার ট্রাইব্যুনালে এ রায় দেন বিচারক অনুপ কুমার।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন নিহত আকলিমা বেগমের দেবর আবুল মাস্টার, সাবেক বিজিবি সদস্য আব্দুর রাজ্জাক এবং ব্যবসায়ী হাবিবুর রহমান। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন মনিরুল ইসলাম, আব্দুল্লাহ হিল কাফি, রুহুল এবং রুস্তম।

মামলার এজাহারে বলা হয়, বাগমারার দেউলা গ্রামে নিজ বাড়িতে ২০১৪ সালের ২৪ নভেম্বর রাতে পারিবারিক কলহের জেরে আকলিমা বেগম ও তার ছেলেকে গলা কেটে হত্যা করে আসামিরা। এ ঘটনায় আকলিমার বড় ছেলে দুলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বাগমারা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত প্রতিবেদনে সাতজনকে অভিযুক্ত করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, দ্রুত নিষ্পত্তির জন্য এ বছরের এপ্রিলেই মামলাটি জেলা জজ আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিলো। মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাদি পক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply