ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|

বাংলাদেশ সার্বিকভাবে উন্নয়নের অভিযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রিমলাইনার রাজহংস’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মঙ্গলবার বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) ভিভিআইপি টারমিনালে আনুষ্ঠানিকভাবে নতুন উড়োজাহাজ ‘রাজহংস’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, একসময় বাংলাদেশ বিমানের অবস্থা ছিল মুড়ির টিন বাসের মতো। আর এখন বিমানে চড়লে গর্বে বুক ভরে যায় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনে বাংলাদেশ নিজেদের অর্থে আরও দুইটি বোয়িং কিনবে বলেও জানান প্রধানমন্ত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। ইতিমধ্যে চারটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিমানবহরে যুক্ত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply