বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ১ কোটি গাছ লাগানো হবে

|

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে এক কোটি গাছ লাগানো হবে। বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, জলবায়ু সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো বৃক্ষ। বৃক্ষ দ্বারা চারদিক আচ্ছাদিত করলে জলবায়ু সমস্যার সমাধান হবে।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে নিসর্গবিদ, উদ্ভিদবিজ্ঞানী, চিন্তাবিদ ও লেখক অধ্যাপক দ্বিজেন শর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত ‘তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-২০১৯’ প্রদান ও স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন তরুপল্লব এর আয়োজন করে।

অনুষ্ঠানে শাহাব উদ্দিন বলেন, অধ্যাপক দ্বিজেন শর্মাকে নিয়ে আমরা গর্ববোধ করি। তিনি যে কতটা বৃক্ষকে ভালোবাসতেন, তা তার কাছ থেকে না শুনলে বোঝা যেত না। তিনি বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে ভাবতেন, যা এখন সারাবিশ্ব ভাবছে। কিন্তু এ দেশের মানুষের কাছে বৃক্ষের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করেও সরকার পারছে না। বিজ্ঞরা গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে বোঝালে তা অনেক ফলপ্রসূ হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহায়তা প্রয়োজন।

শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে এবং শিশুসাহিত্যিক আলী ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক ও জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুজ্জামান খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক এবং আইইউসিএনের সাবেক কান্ট্রি ডিরেক্টর ড. ইশতিয়াক উদ্দীন আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন। এ ছাড়াও দ্বিজেন শর্মার জামাতা মহাবীর পতি চন্দনও স্মৃতিচারণ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply