ট্রাফিক ইন্সপেক্টরের ওপর হামলা, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

|

নড়াইলের ট্রাফিক ইন্সপেক্টর মো.মনিরুজ্জামানকে পিটিয়ে আহত করার ঘটনায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় আটক অন্য দুজন হলেন নাজমুল ও মেহেদী। আহত ট্রাফিক ইন্সপেক্টর বাদী হয়ে ৯ জনের নামে এবং অজ্ঞাত আরো কয়েকজনসহ সরকারী কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি, পিটানোর ঘটনা উল্লেখ করে সদর থানায় মামলা করেন।

জানা যায়, রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল ট্রাফিক মোড়ে সড়কে বেপরোয়া মোটর সাইকেলের এক চালককে আটক করে ট্রাফিক পুলিশ। কাগজপত্রহীন গাড়িটি পুলিশ ছেড়ে না দেয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রথমে ট্রাফিক পুলিশকে ফোন করে, পরে দলবল নিয়ে ট্রাফিক পুলিশের উপর হামলা করে।

এ ঘটনায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামানসহ চার জন আহত হন। আহত ট্রাফিক ইন্সপেক্টর নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply