‘র‍েঞ্জ আরও বাড়বে’: সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলার দায় স্বীকার হুথি বিদ্রোহীদের

|

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের কাছে আরামকো কোম্পানির দুটি তেল স্থাপনায় ড্রোন হামলার পর বিস্ফোরণ ও ভায়বহ অগ্নিকাণ্ডের ঘটনার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

আজ শনিবার সংগঠনটির এক বিবৃতিতে দায় স্বীকার করা হয়।

এর আগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আল জাজিরা জানায়, দাম্মারে কাছে আবকায়িক ও খুরাইস নামে দুটি স্থাপনায় ভোর রাতে ৪টায় ড্রোন হামলা চালানো হয়। সাথে সাথে আগুন ধরে যায় আশপাশের এলাকায়। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সৌদি কর্তৃপক্ষ। সৌদি তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন এই দুটি স্থাপনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আরামকোর তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যাচ্ছে এবং একটি ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে। খবর ভয়েস অব আমেরিকার।

এদিকে দায় স্বীকার করে হুথি বিদ্রোহীরা সৌদিকে হুঁশিয়ার করে বলেছে, ‘এই হামলা তাদের অধিকার। শিগগিরই হামলার রেঞ্জ (পরিসীমা) আরও বাড়ানো হবে।’

আল মাসিরা টিভিকে হুথি মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ‘গত ৫ বছর ধরে আমাদের দেশের নিরপরাধ মানুষের ওপর বোমা হামলার জবাবে এই হামলা করা আমাদের অধিকার।’

আরামকো বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিদিন এ প্রতিষ্ঠান ৭০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply