কুয়াকাটা রু‌টে যাত্রীদের সাথে প্রতারণা, তিন বাসকে জরিমানা

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের রুটের বি‌ভিন্ন স্থা‌নে বাসে যাত্রীদের সাথে প্রতারণা ও হয়রানির দায়ে তিনটি বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্ব পরিচালিত অভিযানে এ জরিমানা এবং তাদের সর্তক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ এবং ৪৫ ধারায় ৩ টি বাসে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, বরিশাল থেকে কুয়াকাটার কথা বলে যাত্রী তুলে, পরে পটুয়াখালীতে নামিয়ে দিয়ে যাত্রীদের সাথে প্রতারণা করত। যাত্রীদের সাথে প্রতারণা ও মিথ্যা কথা বলায় তিন বাসকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আাসা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পটুয়াখালী বাস মালিক সমিতির প্রশাসক নুরুল হাফিজ বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় পর্যটক আসেন। একটি অসাধু বাস শ্রমিকরা যাত্রীদের সাথে প্রতারণা করে আসছিলো। বিষয় টি জেলা প্রশাসনের নজরে আসলে তাদের সর্তক করা হয়। এসময় যাত্রীদের অভিযোগে তিন টি বাসকে জরিমানা করা হয়। এর ফ‌লে যাত্রী হয়রা‌নি লাঘব হ‌বে ব‌লে তি‌নি আশা ক‌রেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply