টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও হ্যাটট্রিক মেগানের

|

প্রথম নারী বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দুটি হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার মেগান শাট। গেল বুধবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এ অনন্য নজির গড়েন তিনি।

মেগানের আগে নারী ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এ রেকর্ডের পাশে নিজের নাম লেখাতে পারেননি কেউই। নারী-পুরুষ উভয়ের ওডিআই ইতিহাসে এটি ৭ম হ্যাটট্রিক।

মেগানের বেশ নাটকীয়ভাবে এ হ্যাটট্রিক করেছেন। ইতিহাস গড়া ম্যাচে ৯.৩ ওভার পর্যন্ত কোনো উইকেট পাননি তিনি। এরপরই চমক! বাকি ৩ বলে ৩ উইকেট নিয়ে রেকর্ড বুকের পাতা ওলট-পালট করেন অজি পেসার।

উইন্ডিজের চিনেলে হেনরি, কারিশমা রামহারাক ও অ্যাফি ফ্লেচারকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেগান। কাঙ্ক্ষিত উইকেট শিকার শেষে তার বোলিং ফিগার ১০-২-২৪-৩!

এর আগে গেল বছরের মার্চে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিকের দেখা পান মেগান। সেবার এক ওভারের শেষ ২ বল এবং নতুন ওভারের প্রথম বলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

মেগানের আগে মাত্র দুজন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। তারা হলেন- বেটি উইলসন ও রেন ফ্যারেল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply