আগুন নিয়ে খেলবেন না: এনআরসি প্রসঙ্গে মমতা

|

জাতীয় নাগরিক নাগরিকপঞ্জি-এনআরসির নামে আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের উদ্দেশে বলেন, তিনি তার রাজ্যে কখনও এনআরসি চালু করতে দেবেন না।

বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করে মমতা বলেন, আমরা কখনই বাংলায় এনআরসিকে চালু করার অনুমতি দেব না। আমরা কোনও মতেই ধর্মীয় ও বর্ণের ভিত্তিতে মানুষকে বিভক্ত করতে দেব না। আসামের এনআরসিকেও আমরা সমর্থন করিনি। সেখানে বিজেপি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আসামের জনগণকে চুপ করিয়ে রাখতে পেরেছে তবে এভাবে বাংলাকে চুপ করিয়ে রাখতে পারবে না তারা।

আসামে প্রয়োগ হওয়া এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার উত্তর কলকাতার সিঁথি থেকে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ের ক্রসিং পর্যন্ত এক বিক্ষোভ মিছিলকে নেতৃত্ব দেন। এর আগেও আসামের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকার বিরোধিতায় সরব হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply