১১ ছাত্রীর চুল কেটে দেয়া সেই প্রধান শিক্ষক বরখাস্ত

|

শরীয়তপুর প্রতিনিধি
দফতরিকে দিয়ে চুল কেটে দেয়ায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ২৯ নং ডিএম খালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাদেরী গোপকে সাময়িক বরাখাস্ত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইফতেখার হোসেন ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে ওই শিক্ষককে বরখাস্ত করা হয় বলে জানায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

উল্লেখ্য গেল বৃহস্পতিবার ২৯ নং ডিএম খালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে ৫ম শ্রেণির ১১ ছাত্রী চুল কেটে দেয় ওই বিদ্যালয়ের দফতরি। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর শিক্ষা অফিস এ ঘটনার তদন্ত করে এবং এর প্রমাণও পায়। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে উপ পরিচালক বরাবর পাঠিয়ে দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়ীক বরখাস্তের আদেশের একটি চিঠি বুধবার পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply