পেট্রোল-ডিজেলের চেয়ে দুধের দাম বেশি!

|

পেট্রোল কিংবা ডিজেলের থেকে দুধের দাম বেশি। হ্যা শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে পাকিস্তানে।

গতকাল পবিত্র আশুরার দিনে পাকিস্তানের বিভিন্ন শহরে সাধারণের নাগালের বাহিরে চলে যায় দুধের দাম। ফলে মহরমের দিন দুধের জন্য সাধারণ মানুষের মধ্যে মুসলিম প্রধান দেশটিতে এক প্রকার হাহাকার পড়ে যায়।

পাকিস্তানের স্থানীয় সংবাদপত্রগুলো খবরে বলা হয়েছে, সিন্ধু প্রদেশের মূল শহর করাচিতে মহরমের দিন দুধের দাম প্রতি লিটার ১৪০ টাকায় বিক্রি হয়। মজার বিষয়টি হলো, দুধের থেকে এ দিন পেট্রোল ও ডিজেল সস্তায় বিক্রি হয়।

করাচিতে মহরমের দিন পেট্রোল-ডিজেলের দাম ছিল দুধের থেকে বেশ কয়েক টাকা কম। ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৯১ টাকা আর পেট্রলের দাম ছিল প্রতি লিটার ১১৩ টাকা। আর এদিন দুধ বিক্রি হয়েছে ১৪০ টাকা প্রতি লিটার।

তবে সিন্ধু প্রদেশের সব জায়গায় দুধের দাম এক ছিল না। এলাকা বিশেষ প্রতি লিটার ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে।

এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, মহরমের দিন দুধের প্রচুর চাহিদার জন্যই এমন বেশি দামে বিক্রি হয়।

মহরমের সময় তাজিয়া নিয়ে যাত্রার সময় বিভিন্ন জায়গায় দুধ, ফলের রস ও ঠাণ্ডা জল বিতরণ করা হয়। তাই মহরমের দিন দুধের চাহিদা হঠাৎ করে বেড়ে যায়। চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়ে যায় অনেকটা। তবে এভাবে দুধের দাম পেট্রোল-ডিজেলের দামকে ওভারটেক করে যাওয়ায় সমস্যায় পড়েন অনেক সাধারণ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply