বাংলাদেশ দলে নতুন দুই বোলার

|

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ। মেহেদি হাসান ও ইয়াসিন আরাফাত মিশু। এদের মধ্যে মেহেদি স্পিনার, মিশু পেসার। ঘরোয়া লিগে দারুণ বোলিং করায় জাতীয় দলে সুযোগ পেলেন এই দুই তরুণ।

দুই নতুন মুখের পাশাপাশি দলে ফিরেছেন আফিফ হোসেন। ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও।

আগামী ১৩ সেপ্টেম্বর মিরপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ২৪ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ সিরিজ।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান রুম্মন, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply