গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় গোপাল মল্লিক(৪০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছে।

পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম এলাকার পূর্ণ চন্দ্র মল্লিকের ছেলে গোপাল মল্লিকের একটি ফোঁড়া হয়। গত শুক্রবার সকালে তাকে স্থানীয় গ্রাম ডাক্তার অমল বাড়ৈ ওরফে দেবুর কাছে নিয়ে যায় তার পরিবার। এসময় ওই ডাক্তার অসুস্থ গোপাল মল্লিককে ইনজেকশনসহ বিভিন্ন প্রকার ওষুধ দেন। এ ওষুধ সেবনের পরে গোপাল আরো অসুস্থ হয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে রোববার দুপুরে বরিশালের আশোকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিজের ভুল চিকিৎসায় গোপালের মৃত্যু হয়েছে বলে ওই গ্রাম ডাক্তার নিহত গোপালের পরিবারের লোকজনের কাছে স্বীকার করে স্থানীয় শালিশের মাধ্যমে ঘটনার মিমাংসার করতে উঠেপড়ে লেগেছেন বলে নিহতের পরিবারের দাবি।

খবর পেয়ে রোববার রাতে ডাসার থানা পুলিশ নিহত গোপালের লাশ উদ্ধার করে এবং সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply