হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

|

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার কালুখালীতে জব্বার মোল্লা নামে এক জনকে হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এই রায় ঘোষণা করেন।

ফাঁসির আদেশ পাওয়া আসামি হলেন আরজু মোল্লা (৩৬)। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার দেওয়ালী গ্রামের খোরশেদ মোল্লার ছেলে ।
এ ছাড়া এ মামলার আসামি রোজিনা বেগম, বিল্লাল মোল্লা, রাশেদ ও খোরশেদ মোল্লাকে ৩ বছর এবং শহর আলী ও এরশাদ মোল্লাকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজবাড়ী জজ আদালতের সরকারী পিপি এ্যাডভোকেট উজির আলী শেখ জানান,রাজবাড়ী জেলার কালুকালী উপজেলার দেওয়ালী গ্রামের জব্বার মোল্লাকে ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে বাড়ির পাশের মেহগনী বাগানে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে নাজমুল মোল্লা বাদী হয়ে কালুখালী থানায় মোট ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply