যাত্রী অসুস্থ, জরুরি অবতরণ বিমানের

|

শুক্রবার নয়াদিল্লি থেকে কুয়ালালামপুরগামী একটি ইন্ডিগো বিমানকে জরুরি অবতরণ করাতে হয় কলকাতা বিমানবন্দরে। বিমানের মধ্যেই এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় পাইলট বিমানের জরুরি অবতরণ করাতে বাধ্য হন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ওই অসুস্থ যাত্রীকে বিমান থেকে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। এরপর ফের নিজের গন্তব্যের অভিমুখে যাত্রা করে ইন্ডিগো বিমানটি।

জানা গেছে, যখন উড়ান দিচ্ছিল ওই বিমানটি তখনই আকাশপথে অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী। তৎক্ষণাৎ বিমানটির পাইলট তৎপর হয়ে যোগাযোগ করেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। ওই বিমানটিকে জরুরি অবতরণ করানোর জন্যে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে অনুমতি চান ইন্ডিগোর পাইলট।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে অনুমতি মেলার পরেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটিকে।
কলকাতায় নামার সময় পিছলে ডান দিকে ঘুরে গেল স্পাইসজেটের বিমান

জানা গেছে, বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়ার পর সেটি নিরাপদে নামে কলকাতা বিমানবন্দরে।

খবর পেয়ে বিমানের কাছে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্স এবং অসুস্থ যাত্রীকে বিমান থেকে সাবধানে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের আধিকারিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply