শেষ দিনের মিরাকলের অপেক্ষায় টাইগাররা

|

আফগানদের বিপক্ষে হারের শঙ্কায় টাইগাররা। জয়ের জন্য ৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। এখনো টিমটিমে আশার আলো বাঁচিয়ে ক্রিজে আছেন সাকিব আলা হাসান, তার সঙ্গ দিচ্ছেন আরেক সতীর্থ সৌম্য সরকার।

শেষ পর্যন্ত ৪র্থ দিন শেষ করে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১৩৬ রান।

এর আড়ে দলীয় ৩০ রানে লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। ওয়ান ডাউনে মোসাদ্দেক সৈকত নামলেও বেশিক্ষণ স্হায়ী হতে পারেননি। ১২ রানে জহির খানের শিকার হন তিনি।

ভালো শুরু করলেও ২৩ রানে রশিদ খানের বলে লেগ বিফোরেরে ফাঁদে পড়েন মুশফিকুর রহিম। আর মুমিনুল ৩ রানে আউট হলে ৮২ রানে ৪ উইকেটের দলে পরিণত হয় টাইগাররা।

ভালো খেলেলেও ৪১ রানে থামেন সাদমান ইসলাম।

এর আগে ২৩৭ রানে চতুর্থ দিনের খেলা শুরু করলে আফগানদের ইনিংস থামে ২৬০ রানে। আজ নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে খেলা শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হয় ১১ টা ৫০ মিনিটে। ২৩ রান যোগ করতেই শেষ হয় আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply