জাবিতে আন্দোলনকারীকে ছাত্রলীগ নেতার মারধর, প্রতিবাদে প্রশাসনের সঙ্গে বৈঠক বাতিল

|

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত এক শিক্ষার্থীকে ছাত্রলীগের এক নেতা মারধর করেছে এমন অভিযোগ এনে শিক্ষার্থীরা প্রশাসনের সাথে তাদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে। আজ শনিবার সকালে এ বৈঠক হওয়া কথা ছিলো।

শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা না গ্রহণ করা পর্যন্ত প্রশাসনের সাথে আলোচনায় বসবে না। এছাড়া ওই ছাত্রলীগ নেতার শাস্তির দাবিতে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিলও বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডল জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক ও অন্যতম আন্দোলকারী ছাত্র সাইমুম ইসলামকে খাওয়ার সময় উচ্চশব্দে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে মারধর করেন। এই ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীরা মারধরের ঘটনাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে যথাযথ শাস্তির দাবি জানান।

আন্দোলনরত শিক্ষক- শিক্ষার্থীদের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা নতুন রেজিস্ট্রার ভবনে অবস্থান নিয়ে আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply