মানুষের পকেট কেটে অর্থ নিতেই মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত: রিজভী

|

মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত গণবিরোধী। মানুষের পকেট কেটে অর্থ হাতিয়ে নিতেই এই সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় রিজভী আরো বলেন, টোল আদায়ের ফলে সাধারণ মানুষের ভাড়া ও সড়কে যানজট বাড়বে। টোল ছাড়াও বিভিন্ন ইস্যুতে বোঝা যাচ্ছে যে, সরকার লুটপাটের নীতিতে দেশ চালাচ্ছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে হত্যা বন্ধে সরকার ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিনিয়ত সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply