আইসক্রিম ভ্যানে করে বিদেশি মদ বিক্রি!

|

মুন্সীগঞ্জে আইসক্রিমের ভ্যানে ফেরি করে মদ বিক্রির সময় ২ জনকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার রাতে শহরের জগদ্ধাত্রীপাড়া সংলগ্ন রাস্তায় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে স্কটল্যান্ডে প্রস্তুতকৃত ৭টি মদের বোতল উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন, শহরের খালইষ্ট এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ লিয়াকত হোসেন (৫২) ও ভ্যান চালক সোহরাব। আটককৃতদের মধ্যে মোঃ লিয়াকত হোসেনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

র‌্যাব-১১, সিপিসি-১ এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকেই মুন্সীগঞ্জ শহরের থানা সংলগ্ন জগদ্ধাত্রীপাড়া রাস্তায় নজরদারিতে রাখা হয়। রাত সোয়া নয়টার দিকে সন্দেহ হওয়ায় রাস্তায় একটি আইসক্রিমের ভ্যানের ভিতর তল্লাশি চালিয়ে ৭টি মদের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে লিয়াকত ৪টি মাদক মামলা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক বিক্রিতে ব্যবহৃত আইসক্রিম ভ্যান জব্দ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply