ভারতের গোয়ায় নাবালিকাকে শ্লীলতাহানি, স্বর্ণপদকপ্রাপ্ত কোচের বিরুদ্ধে ব্যবস্থা

|

ভারতের গোয়ায় এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে স্বর্ণপদক প্রাপ্ত এক সাতার প্রশিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা নিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরণ রিজজু এক টু্ইটে বলেন, এ ঘটনায় ক্রীড়া দপ্তর থেকে কঠিন পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি সুইমিং ফেডারেশন অব ইন্ডিয়া’র প্রতি নির্দেশ তাকে যেন দেশের কোথাও চাকুরি দেয়া না হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শ্লীলতাহানির ভিডিও ছড়িয়ে পড়লে সুরজিৎ গঙ্গোপাধ্যায় নামের ওই কোচকে তার পদ থেকে অব্যহতি দেয়া হয়।

জিএসএ-র সচিব সঈদ আব্দুল মাজিদ জানান, ‘‘ভিডিওটি দেখার পর আমরা সুরজিতের চুক্তি বাতিল করেছি। ওই মেয়েটি ও কোচ দু’জনেই বাংলার।”

পিটিআই জানিয়েছে, সুরজিৎ ওই চাকরিতে যোগ দেন আড়াই বছর আগে।

আব্দুল মাজিদ আরও বলেন, ‘‘আমরা ওঁকে নিয়োগ করেছিলাম, কারণ কোচ হিসেবে ওঁর ট্র্যাক রেকর্ড ভাল। ওঁর বিরুদ্ধে এর আগে কোনও অভিযোগও ওঠেনি।”

এক সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, সুরজিৎ ঘোষ আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ১২টি পদক জিতেছেন। ১৯৮৪ সালে হংকংয়ে এশিয়া‌ন সুইমিং চ্যাম্পিয়নশিপে প্রথমবার সোনা জেতেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply