অটোরিকশা জব্দ করায় পুলিশের ওপর হামলা

|

রাজশাহী মহানগরীতে দায়িত্বরত পুলিশ সদস্য জয়রাম কুমারের ওপর হামলাকারী রফিকুল ইসলাম পেশায় রিক্সা চালক। তার সিএনজিচালিত অটোরিকশা জব্দ করার শোধ নিতে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের।

বুধবার সকালে নগরীর রাজপাড়া থানায় নেয়া হয়েছে হামলাকারীকে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ছোটবনগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ রফিকুলকে আটক করে।

পুলিশের ভাষ্যমতে, গত মঙ্গলবার দুপুরে একজন ট্রাফিক সার্জেন্ট লক্ষ্মীপুর মোড় থেকে রফিকুলের অটোরিকশা জব্দ করেন। এর শোধ নিতে সে একটি লোহার রড নিয়ে ট্রাফিক কার্যালয়ের সামনে যায়। সেখানে অপেক্ষার একপর্যায়ে ট্রাফিক কার্যালয় থেকে কনস্টেবল জয় কুমারকে বের হতে দেখে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

পুলিশ জানিয়েছে ,হামলার ঘটনায় ব্যবহৃত রডটি উদ্ধার করেছে। রফিকুলের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা হয়েছে। হামলায় আহত পুলিশ কনস্টেবল জয় কুমারের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply