দশম বারের মতো পর্তুগালের সেরা ফুটবলার রোনালদো

|

দশমবারের মতো পর্তুগালের সেরা ফুটবলারের পুরস্কারটা জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৭ সালের পর দুই বছর (২০১০ ও ২০১৪) ছাড়া প্রত্যকবার শিরোপা জিতেছেন য়্যুভেন্তাস তারকা। ২০১০ সালে বর্ষসেরা হয়েছিলেন সিমাও আর ২০১৪ সালে হয়েছিলেন পেপে।

এবছর সেরা হওয়ার দৌঁড়ে তিনি পেছনে ফেলেন জোয়াও ফেলিক্স, বারনার্দো সিলভা, রুবেন নেভেস ও ব্রুনো ফার্নান্দেসকে।

লিসবনের কার্লোস লোপেজ প্যাভিলিয়নে এক অনুষ্ঠানে ঘোষণা করা হয় বর্ষসেরা ফুটবলারের নাম। মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন জেসিকা সিলভা। সেরা পুরুষ কোচ হয়েছেন বেনফিকার ব্রুনো লেগে।

ইতালিয়ান সিরি আ ফুটবল লীগে নিজের অভিষেক মৌসুমেই ট্রফি জয়ের পাশাপাশি রোনালদো জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। য়্যুভেন্তাসের জার্সিতে ২৮ গোল আর ১০ অ্যাসিস্ট করেন রোনালদো। দলটিকে সিরি আয় টানা অষ্টম শিরোপা জেতাতে মূল ভূমিকা রাখেন তিনি।

এছাড়া পর্তুগালকে জিতিয়েছেন প্রথমবারের মত আয়োজিত উয়েফা নেশন্স কাপের শিরোপা।

উল্লেখ্য, রোনালদোর পর সবচেয়ে বেশিবার পর্তুগালের বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের সাবেক তারকা লুইস ফিগো। ১৯৯৫ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা ৬ বছর জিতেছিলেন ফিগো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply