বাংলাদেশের জার্সিতে কেনো লাল রঙ নেই?

|

আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাদা জার্সিতে লাগছে রঙ। জার্সির গায়ে পছন্দমত রঙে নাম ও নাম্বার লিখতে পারবে দলগুলো। তাহলে, বাংলাদেশের জার্সির পেছনে লাল রঙ নেই কেনো এই প্রশ্নও উঠেছে।

আইসিসির নির্দেশনা অনুযায়ী জার্সিতে নাম ও নাম্বার লেখার সময় লাল রঙ পরিহার করতে বলা হয়েছে। বিশেষ করে রক্তের মতো যে রং সেটি ব্যবহারে মানা করেছে তারা। তাহলে, ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে কীভাবে তাদের পতাকার সাথে মিলিয়ে রঙ ব্যবহার করা হচ্ছে? এর ব্যাখ্যাও আছে। তাদের এ রঙটি মূলত লাল নয়, মেরুন। অন্যদিকে, বাংলাদেশের পতাকায় যে রঙ ব্যবহৃত হয় সেটি রক্তলাল।

একই কারণে গত ইংল্যান্ড বিশ্বকাপের জার্সিতেও নাম ও নম্বর লেখার ক্ষেত্রে লাল রঙ ব্যবহারের অনুমতি চেয়ে পায়নি বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply