কাতার বিশ্বাকাপের লোগো উন্মোচন: আজ রাতে বিশ্বজুড়ে দেখা যাবে আলোর ঝলকানি

|

জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে আজ মঙ্গলবার রাতে উন্মোচিত হতে যাচ্ছে ২০২২ সালের কাতার বিশ্বকাপের লোগো। স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে লোগো প্রকাশ করা হবে।

কোনো বিশ্বকাপের আগে এই লোগো উন্মোচন বিষয়টিকে চূড়ান্ত আয়োজন শুরুর প্রতীক হিসেবে মনে করা হয়। অনুষ্ঠানে ফিফার উর্ধ্বতন কর্তারা ও কাতার সরকারের কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন।

উন্মোচনের সাথে সাথে দোহা সহ দেশটির বড় বড় স্থাপনাগুলোতে সেটি আলো প্রক্ষেপণের মাধ্যমে প্রদর্শিত হবে লোগটি। শুধু তাই নয়, বিশ্বের ২৪টি দেশের বড় বড় শহরের বিখ্যাত স্থাপনাগুলোতেও দেখা যাবেই আলোর ঝলকানি।

এর মধ্যে রয়েছে, কুয়েত, লেবানন, তিউনিশিয়া, ইরাক, মিশর, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্পেন, জার্মানি, ভারত, তুরস্ক ইত্যাদি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

২০২২ সালের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে দেশটির জাতীয় দিবস ১৮ ডিসেম্বর। আর আজ লোগো উন্মোচন হচ্ছে কাতারের স্বাধীনতা দিবস ৩ সেপ্টেম্বর। ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর স্বাধীনতা লাভ করে।

কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে তারা ইতোমধ্যে ৭৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে দুটি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। এছাড়া আরও দুটি স্টেডিয়ামের নির্মাণ শেষের পথে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply