ফিলিস্তিনিদের ‘জেরুজালেম বাস্তবতা’ মেনে নিতে হবে: নেতানিয়াহু

|

জেরুজালেম- ই ইসরায়েলের- রাজধানী- এ সত্যকে মেনে নিতে হবে ফিলিস্তিনিদের। রোববার প্যারিস সফরের সময় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এসময় দাবি করেন, ৩ হাজার বছর ধরে পবিত্র এই ভূখণ্ড ইসরায়েলের রাজধানী। অন্য কারো এর মালিকানা দাবি করার প্রশ্নই উঠে না। নেতানিয়াহু আরও বলেন, নতুনভাবে ইহুদিদের সাথে এ শহরের সম্পর্ক খোঁজা হাস্যকর। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, যতো দ্রুত ফিলিস্তিনিরা এ সত্য মেনে নেবে ততো দ্রুত মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন সম্ভব। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের স্বীকৃতির প্রতিবাদে চতুর্থ দিনও উত্তপ্ত ছিলো গাজা উপত্যাকা ও পশ্চিম তীর। ইসরায়েলি এক সেনাকে ছুরিকাঘাত করার দায়ে আটক হন এক ফিলিস্তিনি। এছাড়া লেবাননের মার্কিন দূতাবাসে হামলা চালায় হাজারো মানুষ। দূতাবাসের প্রধান ফটক ভেঙ্গে চালানো হয় জ্বালাও-পোড়াও কর্মসূচি। পুলিশের সাথে হয় দফায় দফায় সংঘাত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply