নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত

|

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে মো. শাহেদ উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন।

সোমবার ভোরে রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিনের ছেলে। আহত একজন বাংলাদেশের সিলেটের, অন্যজন অবাঙালি।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, জ্যামাইকার একটি নাইটক্লাবের সামনে বিবাদমান দুই পক্ষের ঝগড়ার একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

বুকে গুলিবিদ্ধ শাহেদকে জ্যামাইকা হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি। পায়ে ও পিঠে গুলিবিদ্ধ অন্য দুজন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার শাহেদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। তাকে নিউজার্সিতে সন্দ্বীপ সোসাইটির কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে।

সন্দ্বীপের সন্তান বাবরউদ্দিনের কনস্ট্রাকশন ব্যবসা দেখাশোনা করতেন শাহেদ। তিনি ছিলেন পাঁচ ভাইয়ের দ্বিতীয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply