হংকং-এ দাঙ্গা সৃষ্টির অভিযোগে কমপক্ষে ৭১ জন গ্রেফতার

|

হংকং-এ দাঙ্গা সৃষ্টির অভিযোগে কমপক্ষে ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার, এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানিয়েছে, এদের মধ্যে ৫৪ জন পুরুষ, ৯ জন নারী এবং বাকিরা কিশোর। গ্রেফতার হওয়াদের বয়স ১৩ থেকে ৩৬ বছরের মধ্যে।

দাবি করা হয়, সাংবিধানিক নীতিমালা লঙ্ঘন এবং অবৈধভাবে অস্ত্র-বিস্ফোরক বহনের অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। আটক অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ পেট্রোল বোমা, লেজার গান’সহ ধারালো অস্ত্র।

এদিকে, রোববার হংকং বিমানবন্দরের ভেতরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে নিয়মিত কার্যক্রম বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। লাঠিচার্জের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী।

বিতর্কিত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে গেলো তিন মাস ধরে উত্তপ্ত হংকং।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply