শিশু জন্ম নিলেই তার নামে গাছের চারা রোপণ করেন ইউএনও

|

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নবজাতক শিশু জন্ম গ্রহণের দিনই তাকে ফুলেল শুভেচ্ছা ও তার নামে একটি চারা গাছ রোপণের ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান। রোববার উপজেলার হাসপাতালে শিশু জন্ম হওয়ার খবর পাওয়ার পর পরই ইউএনও ফুলের তোড়া ও চারা গাছ নিয়ে সেখানে পৌঁছেন। ইউএনও নবজাতক হুসাইন ও প্রসূতি মা বিউটি খাতুনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং ঐ বাড়ির আঙ্গিনায় নিজ উদ্যোগে বৃক্ষের চারা রোপণ করেন।

ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, আজ থেকেই আমরা কাজটি শুরু করেছি। এতে শিশুর মা-বাবা দিনটি স্মরনীয় করে রাখবেন। সেই সাথে শিশুর যত্নের পাশাপাশি তারা ভালবাসায় গাছটিরও পরিচর্যা করবেন। এই গাছটি একদিন ভবিষ্যতের ডিপোজিট হয়ে উঠবে।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply