কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভী উৎপাদনের উদ্যোগ ভারতে

|

এবার থেকে দেশে আরও বেশি সংখ্যক গাভী উৎপাদনের জন্য সচেষ্ট হওয়ার বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় পশুপালন বিষয়ক মন্ত্রী গিরিরাজ সিং। আগামী দিনে যাতে কৃত্রিম প্রজননের দ্বারা গরুর জন্ম হতে পারে, আর তাতে গাভীর সংখ্যাই যেন বাড়ে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা বললেন মন্ত্রী গিরিরাজ সিং।

ভারতে দুধ উৎপাদন বাড়াতে চায় বিজেপি সরকার। এতে কৃষকরা উপকৃত হবেন। সেজন্য গাভীর সংখ্যা বাড়ানোর চিন্তা গিরিরাজ সিংয়ের। এক্ষেত্রে ‘সেক্স সর্টেড সিমেন’ প্রযুক্তির আশ্রয় নেয়া হবে।

মন্ত্রী বলেন, ‘ আগামী দিনে ইনসেমিনেশন দিয়ে যে সমস্ত গরুর শাবক জন্মাবে তারা শুধুই গাভী হয়ে জন্মাবে। ‘আমরা গাভী তৈরির ফ্যাক্টরি লাগিয়ে দেব!’

প্রসঙ্গত, দেশের মধ্যে উত্তরাখণ্ডই সর্বপ্রথম রাজ্য যেখানে ‘সেক্স সর্টেড সিমেন’ দিয়ে গাভীর জন্মের দিকে উদ্যোগ নিচ্ছে। এই ‘সিমেন’এর দ্বারা গাভী জন্মের ৯০ শতাংশ সম্ভাবনা থাকে। আর গাভীর সংখ্যা দেশ জুড়ে বাড়লেই দুধ পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হবে।

সূত্র: ওয়ান ইন্ডিয়া, এনডিটিভি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply