হজ ভিসা আবেদনের সময় বাড়ানোর চেষ্টা

|

হজ যাত্রীদের ভিসা আবেদনের মেয়াদ আরও তিন দিন বাড়াতে সৌদি দূতাবাসের কাছে আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার সকালে ধর্মমন্ত্রীর বাসায় হাব নেতাদের সাথে বৈঠকে সিদ্ধান্ত নেয়ার পর এই আবেদন করা হয়।

হাবের মহাসচিব শাহাদাত হোসেন যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, তিন দিন সময় বাড়ালে ভিসা জটিলতায় হজ যাত্রায় আর সংকট থাকবে না। বেশিরভাগ মুসল্লি হজে যেতে পারবেন।

পূর্ব ষোষণা অনুযায়ী সৌদি দূতাবাসে ভিসা আবেদনের শেষ তারিখ ছিল আজ। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া হিসেব অনুযায়ী ১ লাখ ১৮ হাজার ৯২৪ জনের ভিসা নিশ্চিত করেছে সৌদি দূতাবাস।

এবার হজে যাওয়ার কথা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। সে হিসেবে এখনও ৮ হাজার ২৭৪ জন মুসল্লির ভিসার আবেদনই সম্পূর্ণ হয়নি।

এদিকে আজও ছয়টি হজ ফ্লাইটের মধ্যে বিমানের সকাল ৬.০৫ মি. ও বেলা ১.২৫ মিনিটের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাকী চারটি ফ্লাইট যথাসময়ে ছেড়ে যাবে বলে জানিয়েছেন হজ অফিস।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply