ওয়াই প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে পাবনায় মানববন্ধন

|

পাবনা প্রতিনিধি
পাবনার নগরবাড়ি কাজিরহাটকে সংযুক্ত করে আরিচা-মানিকগঞ্জ-দৌলতদিয়া-রাজবাড়ীকে একিভূত করে দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১ এর ব্যানারে পাবনা প্রেসক্লাবের সামনে আজ সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ে উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার বলে খ্যাত ছিলো নগরবাড়ি ঘাট। যমুনা সেতু চালু হবার পরে অর্থনৈতিকভাবে ঐতিহ্য হারায় ভেঙে পড়ে এখানকার সবকিছু।

বক্তারা বলেন, যমুনা সেতুর ওপরে ক্রমাগত চাপ কমাতে এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাথে রাজধানীর স্বল্প সময়ে যাতায়াত নিশ্চিত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে পাবনাকে সংযুক্ত করে রেললাইনসহ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবিতে পরিনত হয়েছে। এমনটা হলে তা আঞ্চলিক অর্থনীতিতে আনবে আরেক দফা গতি।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণির বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply