তিন সপ্তাহে ১০ পাকিস্তানি কমান্ডো নিহত, দাবি ভারতের

|

কাশ্মির নিয়ে চলমান উত্তেজনায় বিগত তিন সপ্তাহে ভারতীয় বাহিনীর গুলিতে ১০ পাকিস্তানি কমান্ডো নিহত হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশটির কূটনৈতিক সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিল করেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। এরপর থেকে নিয়ন্ত্রণ রেখায় মাঝেমধ্যেই সংঘর্ষে জড়িয়েছে ভারত-পাকিস্তান।

ভারতীয় বাহিনীর দাবি, গত তিন সপ্তাহে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর ১০ কমান্ডো তাদের গুলিতে নিহত হয়েছে।

কমান্ডো নিহতের কারণ হিসেবে ওই সামরিক সূত্র জানায়, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে সন্ত্রাসীদের ভারতে পুশইন করতে চেয়েছে। পরে ভারতীয় বাহিনীর জবাবী পদক্ষেপে তারা নিহত হয়।

সীমান্তে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে পাকিস্তান কাশ্মির ইস্যুটিকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ওই কুটনৈতিক সূত্রটি দাবি করে।

এদিকে মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর কমান্ডো মোতায়েনের খবর পেয়েছে ভারতীয় সেনারা। এরপরই সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে তারা।

ভারতীয় বাহিনী জানায়, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর ১০০ সেনা কমান্ডো মোতায়েনের পর ভারতীয় বাহিনীও বিশেষ অবস্থানে রয়েছে। পাকিস্তানের হঠাৎ কমান্ড মোতায়েনে অভ্যন্তরীণ গোয়েন্দা তৎপরতাও বাড়িয়েছে সেনাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে আরও বলা হয়,নিয়ন্ত্রণ রেখা বরাবর কমান্ডোদের উপস্থিতি নজরে আসতেই তাদের গতিবিধির ওপর নজর রাখছে ভারতীয় সেনারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply