সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন

|

টেকসই ও নিরাপদ মহাসড়ক গড়তে চারটি জাতীয় মহাসড়কের পাশে পণ্যবাহী গাড়ি চালকদের জন্য নির্মাণ হবে পার্কিং সুবিধা সম্বলিত বিশ্রামাগার। এজন্য ব্যয় হবে ২৩৩ কোটি টাকা। ২০২০ সালের ৩০ জুনে প্রকল্প শেষ করার সময় নির্ধারণ করেছে সরকার।

সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রকল্পটির আওতায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রংপুর এবং ঢাকা-খুলনা মহাসড়কে এই বিশ্রামাগার নির্মাণ করবে। প্রকল্পের আওতায় সড়কবাঁধ নির্মাণ, ভূমি অধিগ্রহণ ও সবুজায়নের কাজ করা হবে। বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণ করবে, নৌ পরিবহণ মন্ত্রনালয়। বৈঠকে, নতুন এবং সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে সাড়ে ৫ হাজার কোটি টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply