বাড্ডায় গণপিটুনিতে নিহত রেনুর পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

|

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত রেনুর পরিবারকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গণপিটুনিতে নিহত রেনুর বোন নাজমুন নাহার ও রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দীনের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ এই রুল জারি করেন।

স্বরাষ্ট্রসচিব, শিক্ষা সচিব ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট ৭ বিবাদিকে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গেল জুলাইয়ে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানের ভর্তির বিষয়ে জানতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেনু। সেখানেই ছেলেধরা গুজব তুলে তাকে পিটিয়ে হত্যা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply