রাজধানী থেকে কিশোর গ্যাংয়ের ২৬ সদস্য আটক, কারাদণ্ড

|

রাজধানীর মান্ডায় কিশোর গ্যাংয়ের ২৬ সদস্যকে আটকের পর ২২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এদের মধ্যে চারজনকে পাঠানো হয়েছে গাজীপুরের কিশোর সংশোধনী কেন্দ্রে।

সোমবার রাতে মান্ডা এলাকার হায়দার আলী স্কুলের কাছে হিলু মিয়ার গলি থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব কর্মকর্তারা। এরা আগুন, কায়েস, চানজাদু ও ডেভিল কিং ফুল পার্টি, ভাণ্ডারি, ভলিয়ম-২ ইত্যাদি গ্রুপের সদস্য। এলাকায় আধিপত্য বিস্তার, মাদকসেবনে জড়িত রয়েছে গ্রুপগুলো।

র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ২২ জনকে সর্বোচ্চ ছয় মাস এবং সর্বনিম্ন তিনমাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

গত রোববার রাতে আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষের পর এই অভিযান চালালো র‍্যাব।

র‌্যাব-৩ এর অতিরিক্ত এসপি বিনা রাণী দাশ জানান, সোমবার রাতে মান্ডা ব্রিজ ও হিরু মিয়ার গলি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

মুগদা এলাকায় ‘চান-যাদু (জমজ ভাই) গ্রুপ’, ‘ডেভিল কিং ফুল পার্টি’, ‘ভলিয়ম টু’ ও ‘ভান্ডারি গ্রুপ’ (মাদকসেবী) সক্রিয়। এদের মধ্যে চান-যাদু গ্রুপের সদস্যদের বয়স ১০ থেকে ১৮ এর মধ্যে। তারা মূলত বস্তির স্কুল থেকে ঝড়ে পড়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply