ডেঙ্গুজ্বরে আরও একজনের মৃত্যু

|

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃতুর হয়েছে। তার নাম হেনা বেগম (৪৫)।

সোমবার বিকালে ঢামেকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ নিয়ে ঢামেক হাসপাতালে এই পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হলো।

হেনা রাজধানীর শ্যামপুর থানার পালপাড়া এলাকায় ফিরোজ আহমেদের স্ত্রী।

মৃত হেনার ভাই মো. সুমন জানান, হেনা তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। বোনকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে সোমবার সকালে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।

এরপর তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে আমার বোন মারা যান।

ঢামেকে এ পর্যন্ত ৩৪ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে জুনে একজনের, বাকি ৩৩ জনের জুলাই ও আগস্টে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply