ওভারটাইম করেন এমন কর্মীদের অফিস থেকে তাড়াবে ড্রোন!

|

ওভারটাইম করেন এমন কর্মীদের অফিস থেকে তাড়াবে ড্রোন। জাপানের একটা কোম্পানি এরকম ব্যবস্থা করেছে তাদের কর্মীদের জন্য। যখনই কাজের সময় শেষ হয়ে যাবে তখন কর্মীর কানের কাছে গান গেয়ে ড্রোন জানিয়ে দিবে কাজের সময় শেষ, এবার চলে যেতে হবে। জাপান অনেক দিন থেকে ওভারটাইমের কারণে আত্মহত্যা ও কর্মীদের মানসিক বিপর্যের হার কমানোর চেষ্টা করে আসছে।

অফিস নিরাপত্তা ও পরিস্কার করা প্রতিষ্ঠান তাইসে এই ড্রোন প্রযুক্তি আবিষ্কার করেছে। তাইসে আগামী বছরের এপ্রিল থেকে তাদের নিজেদের অফিসে এটা চালু করবে। পরে বাণিজ্যিকভাবে এটি ব্যবহার করা হবে।

এদিকে জাপানের সাইজোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেইজিরো তাকাহিতা বলেন, এসব ড্রোন আসলে তেমন কাজে আসবে না। কাজের সংস্কৃতি পরিবর্তন করতে হবে। তবে এই ড্রোনভিত্তিক সচেতনতা কার্যক্রমের গুরুত্ব রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply