ট্রেনের ছাদে ওঠা মই জব্দ

|

বিভিন্ন স্টেশন থেকে ট্রেনের ছাদে ওঠার জন্য ৪০টি মই জব্দ করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ স্টেশন থেকে ট্রেনের ছাদে উঠার জন্য ব্যবহৃত মই আটক করা হয়েছে।

২৩ আগস্ট ‘দেওয়ানগঞ্জ ট্রেনের ছাদে টিকিট বিক্রি’ শিরোনামে একটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি রেলওয়ে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়।

ট্রেনের ছাদে বা ইঞ্জিনে কোনো যাত্রী যাতে উঠতে না পারে এ ব্যাপারে নির্দেশনা রয়েছে।

সোমবার দেওয়ানগঞ্জ রেল স্টেশন ঘুরে দেখা গেছে, প্রারম্ভিক স্টেশন দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ছাদে কোনো যাত্রী নেই। আরএনবি হ্যান্ড মাইক দিয়ে যাত্রীদের ছাদে ওঠা থেকে বিরত থাকার জন্য সতর্ক করছেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর মেহেদী হাসান জানান. ট্রেনের ছাদে বাফারে ইঞ্জিনে ওঠা দণ্ডনীয় অপরাধ। ইসলামপুরসহ কয়েকটি স্টেশন থেকে ট্রেনের ছাদে ওঠার জন্য ব্যবহৃত প্রায় ৪০টি মই আটক করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply