মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন ও ওষুধ বিক্রির কারণে ৭৫ লাখ টাকা জরিমানা

|

রাজধানীর ফকিরাপুলে গবাদিপশু ও পোল্ট্রির মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন ও ওষুধ বিক্রি ও রিপ্যাকের দায়ে এডভান্স এনিমেল সায়েন্স কোম্পানিকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে রেবের ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে ঔষধ প্রশাসন ও র‍্যাব যৌথভাবে এ অভিযান চালায়। এডভান্স এনিমেল সাইন্স কোম্পানি লিমিটেড নামের একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি পোলট্রি খাতের ভ্যাকসিনের পাশাপাশি পশুর এন্টিবায়েটিক ওষুধ সিঙ্গাপুর থেকে আমদানি করতো। অভিযান চালিয়ে র‍্যাব ৭ বছর আগের মেয়াদোত্তীর্ণ ১০ কোটি টাকার ওষুধ ও ভ্যাকসিন জব্দ করে।

ভ্রাম্যমাণ আদালত কোম্পানির এমডিসহ ৬ জনকে ২ বছর করে কারাদণ্ড দেয়। ঔষধ প্রশাসন বলছে, এসব মেয়াদউত্তীর্ণ ওষুধ পশুপাখিকে দেয়া হলে তাদের শরীরে অতিরিক্ত বিষক্রিয়া সৃষ্টি হয় যা মানবদেহের জন্য মারাত্নক ঝুকিপূর্ণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply