গ্রেফতার হওয়ার তিন ঘণ্টার মধ্যে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতি মামলায় গ্রেফতার হওয়ার তিন ঘণ্টা পর থানা পুলিশের হেফাজতে থাকা মো. বাবুল মিয়া (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। বাবুল মিয়া উপজেলার কুইয়ারপুর গ্রাামের চন্দ্রপাড়ার লাল খানের ছেলে।

নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কবির আহমেদ জানান, বাবুল মিয়া জেলার বিজয়নগর থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। দুপুর আড়াইটার দিকে নিজ এলাকা থেকে বাবুলকে পুলিশ গ্রেফতার করে। পরে তিনি অসুস্থ বোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘণ্টা দেড়েক চিকিৎসাধীন থাকার পর বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, যেহেতু পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মারা গেছে সেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী আজগর সন্ধ্যায় নিহতের পরিবারের সদস্যদের সামনে লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply