মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে বাহরাইনও

|

বাহরাইনের সাথে ৩টি সমঝোতা স্মারক সই করলো ভারত। শনিবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার নিশ্চিত করেন এ তথ্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় সফরের শেষ পর্যায়ে সই হলো সমঝোতা স্মারকগুলো। এসবের মধ্যে রয়েছে- মহাকাশ গবেষণা, প্রযুক্তি এবং সংস্কৃতি বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক।

এর আগে, বাহরাইনের সম্রাট শেখ হামাদ বিন ইসা আল খলিফার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন মোদি। মোদি বলেন, ধারাবাহিক এই সাফল্যের ভাগীদার করতে চান বাহরাইনকে।

একইদিন, ভারতীয় প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেয় বাহরাইন। এর আগে, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন মোদি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply