ব্রিজ ভেঙে ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

|

রাজধানীর শনিরআখড়ায় ২০০ বস্তা সিমেন্টসহ একটি ট্রাক স্টিলের ব্রিজ ভেঙে খাদে পড়ে গেছে। এতে শনিরআখড়া-দোলাইরপাড় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

শনিবার সকাল ৮টার দিকে শনিরআখড়া-দোলাইরপাড় সড়কে আরএস শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে (ঢাকা মেট্রো-ট ২০-৫৪৮২ নম্বর) ট্রাকটি ২০০ বস্তা সিমেন্টসহ ডিএনডির মৃধাবাড়ি ডিএল-৪ খালের ওপর দিয়ে দনিয়া যাচ্ছিল।

শনিরআখড়া-দোলাইরপাড় সড়কের আরএস শপিং কমপ্লেক্সের সামনে ব্রিজের ওপর ট্রাকটি ওঠামাত্রই ভেঙে খাদে পড়ে যায়। এরপরই সেখান দিকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আর এস শপিং কমপ্লেক্সের মালিক জহিরুল ইসলাম জানান, শনিবার সকালে ট্রাকভর্তি ২০০ বস্তা সিমেন্টসহ যাওয়ার সময় ব্রিজটি ভেঙে যায়। যা চালকের অজ্ঞতার পরিচয়। তার জানা উচিত ছিল এ ব্রিজ দিয়ে ট্রাকভর্তি সিমেন্টসহ পারাপার হওয়া যাবে কিনা।

এ বিষয়ে ট্রাফিক পূর্ব বিভাগ ডেমরা জোনের টিআই বিপ্লব ভৌমিক যুগান্তরকে বলেন, শিগগিরই ট্রাকটি উদ্ধার করে জনগণের চলাচলের উপযোগীর জন্য কাজ করা হবে।

(সূত্র: যুগান্তর)


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply