অ্যামাজন বনাঞ্চলে ভয়াবহ দাবানল

|

অ্যামাজন বনাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই ব্রাজিলের। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা স্বীকার করেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারে।

ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ প্রকাশিত তথ্য অনুযায়ী, এরই মধ্যে দাবানল ছড়িয়েছে বৃহত্তম রেইনফরেস্টের ৮৫ শতাংশ এলাকা জুড়ে। ইতিহাসের ভয়াবহতম এ দাবানলকে ‘আন্তর্জাতিক সংকট’ হিসেবে অভিহিত করেছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। আসন্ন জি-সেভেন সম্মেলনের প্রধান এজেন্ডা হিসেবে এ সংকট নিয়ে আলোচনার প্রস্তাব দেন তিনি। তবে দুর্যোগ মোকাবিলায় মুক্ত আলোচনার দাবি ব্রাজিল সরকারের। জি সেভেন সম্মেলনে ব্রাজিল উপস্থিত না থাকায় সেখানে অ্যামাজন সংকট নিয়ে আলোচনা অর্থহীন বলে দাবি করেন প্রেসিডেন্ট বোলসোনারো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply